4 months ago
আমি আমার বিয়ের জন্য 'storytellers by Rahul 'কে বিয়ের সুন্দর মুহুর্ত ফ্রেমে অদল করার দায়িত্ব দিয়েছিলাম। তারা তা সুন্দরভাবেই পালন করেছেন। বিশেষ করে রাহুলের কাজের প্রতি নিষ্ঠা,আন্তরিকতা, ধৈর্য আমায় মুগ্ধ করেছে। আমি খুবই খুশি। অনেক শুভেচ্ছা জানাই storyteller কে। আরও অনেক এগিয়ে যাও তোমারা।